অনড় এরশাদ মুখ খোলেননি রওশন

স্টাফ রিপোর্টার: আবারও নেতাকর্মীদের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচনে না যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। একই সাথে গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এ অবস্থায় বেকায়দায় পড়েছেন দলের সরকারপন্থি নেতারা। রওশন এরশাদের নেতৃত্বে তারা নির্বাচনে যাচ্ছেন গতকাল পর্যন্ত এ নিয়ে জোর আলোচনা থাকলেও গতকাল পর্যন্ত তারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

গতকাল দুপুরের পর থেকে আলোচনা ছিলো সন্ধ্যায় রওশন এরশাদ নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবেন। কিন্তু রওশন এরশাদের গুলশানের বাসার সামনে সাংবাদিকরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর জানানো হয় তিনি কথা বলবেন না। এদিকে রওশন নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবেন এমন খবর প্রচার হলে জাতীয় পার্টির নেতাকর্মীরা রওশনের বাসার আশপাশে আনাগোনা করেন বিকেল থেকে। কাওরান বাজারে প্রস্তুতি নেয়া হয় রওশনের কুশপুত্তলিকা পোড়ানোর। এতে রওশন ঘনিষ্ঠ নেতারা সম্ভাব্য পরিস্থিতি আঁচ করে প্রকাশ্যে কোন ঘোষণা দেয়া থেকে বিরত থাকেন। বিকালে এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ এক সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যানের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, কয়েক ঘণ্টা আগে সামরিক হাসপাতালে তিনি এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় এরশাদ দলের নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন। গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেকে এরশাদের মুখপাত্র বলে দাবি করেন ববি। তিনি বলেন, আপাতত আমার বক্তব্যই এরশাদের পক্ষ থেকে বিবৃতি বলে বিবেচিত হবে। এরশাদ জানিয়েছেন, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরের মাধ্যমে তিনি তার বক্তব্য কর্মীদের কাছে পৌঁছে দেবেন। এর বাইরে দলের কেউ বিবৃতি দিতে পারবে না বলেও জাপা চেয়ারম্যান জানিয়েছেন। ৫ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে কোন গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসতে পারবে না- এটা জেনেই এ নির্বাচন বর্জন করেছেন এরশাদ। এ অবস্থান থেকে সরে দাঁড়ানোর কোন প্রশ্নই আসে না। জাপা চেয়ারম্যানের অভিযোগ মনোনয়ন প্রত্যাহারের চেষ্টা করেও জাতীয় পার্টির অনেক প্রার্থী সরকারের অসহযোগিতার কারণে ব্যর্থ হয়েছেন। তবুও আমাদের কোনভাবেই নির্বাচনে নেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। বিকালে গণমাধ্যমকে দেয়া দলের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীর নির্বাচনে যাওয়ার বক্তব্য একান্ত নিজের বলে দাবি করেন তিনি। ববি হাজ্জাজ বলেন, এরশাদ সুস্থ আছেন, ভাল আছেন। যারা তার মুক্তি দাবি করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। পার্টি চেয়ারম্যান মনে করেন দেশে গণতন্ত্র বিপন্ন। তাই তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকারও নির্দেশ দিয়েছেন। এছাড়া, গণমাধ্যমে প্রকাশিত সরকারদলীয় দুই নেতা এরশাদের সঙ্গে দেখা করছেন তা মিথ্যা বলেও মন্তব্য করেন ববি।