Untitled

নিরাপত্তা নিয়ে শঙ্কায় শাকিবের শুটিং স্থগিত

স্টাফ রিপোর্টার: নিরাপত্তার অজুহাতে কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতে চিত্রনায়ক শাকিব খানের ছবির শুটিং স্থগিত করা হয়েছে। সেখানে গতকাল মঙ্গলবার উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিলো শাকিবের। কিন্তু জঙ্গি হামলার আশঙ্কায় শুটিং করতে দেয়নি কক্সবাজার সদর পুলিশ। তাই শুটিং না করেই পুরো ইউনিট নিয়ে বসে আছেন শাকিব। তিনি বলেন, যেকোনো সময় ঢাকার পথে রওনা হবেন। তার সাথে আছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম ও আরও অনেকেই। এ তথ্য নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানও। তিনি বলেন, আমাদের ক্ষতি হয়ে গেলো। এমনিতে গতকাল সোমবার শুটিং স্পটে ছবির মূল নায়ক ঢাকা থেকে আসতে দেরি করায় আমরা শুটিং করতে পারিনি। সোমবার সন্ধ্যায় তিনি কক্সবাজার পৌঁছান। মঙ্গলবার সকাল থেকে শুটিংয়ে প্রস্তুতি নিয়েও শুটিং করা গেলো না। দুই দিন ধরে পুরো ইউনিট নিয়ে বসে আছি। কিন্তু স্থানীয় পুলিশ এখানে জঙ্গি হামলার আশঙ্কা করছে। তাই শুটিং বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে। তিনি আরও বলেন, কোনো দুর্ঘটনা হলে তার দায়ভার পুলিশ নিতে চাইছে না। বাধ্য হয়ে কোনো ঝুঁকিতে না গিয়ে শুটিং করিনি।

Leave a comment

Your email address will not be published.