পরিচালকের সঙ্গে বিয়ের কথা বলতেই তেড়ে উঠলেন নায়িকা!

অনলাইন ডেস্ক: পরিচালক প্রকাশ কোভালামুদির সঙ্গে গাঁটছড়া বাঁধছেন দক্ষিণী সিনেমার জগতের জনপ্রিয় নায়িকা আনুশকা শেঠি। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। শুধু তাই নয়, চলতি বছরেই নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন, এমনও শোনা যাচ্ছে। তবে বিয়ের কথা কানে যেতেই রেগে আগুন বাহুবলী অভিনেত্রী। তেড়ে উঠে আনুশকা বলেন, এসব খবর একেবারেই সত্যি নয়। বিয়ে নিয়ে যদি কখনও কোনো সামনে আসে, তাহলে তার সত্যতা যাচাই করা উচিত। ‘আমি বিয়ে করলে, সবাই সবকিছু জানতে পারবেন। এটা নিয়ে লুকোচুরির কোনো বিষয় নেই।’ নায়িকা বলেন, কেউ কোনো সম্পর্কে জড়ালে সবাই জানতে পারবেন। এখানে লুকনোর কিছু নেই। শুধু তাই নয়, বিয়ের মতো কোনো কিছু হলে, প্রত্যেককে ডেকে তা জানাবেন। প্রসঙ্গত বাহুবলী মুক্তির পর নায়ক প্রভাসের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন আনুশকা শেঠি। যদিও পরবর্তীতে কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দেন এই দুই তারকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *