দামুড়হুদার বাঘাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করলেন এমপি টগর

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বাঘাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ২ বান করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার করে টাকা তুলে দেন। উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসের মাধ্যমে দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ওই ঢেউটিন ও নগদ টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়স কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) নূরুজ্জামান, অফিস সহকারী সাইফুর রহমান মালিক, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ প্রমুখ। উল্লেখ্য, গত ১২ এপ্রিল কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে  ১৩টি পরিবারের বাড়িঘর পুড়ে ভস্মীভূত হয়।