চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪ নং ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র : সকলের সহযোগিতায় হবে পৌরসভার উন্নয়ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪ নং ওয়ার্ড পরিদর্শন করেছেন মেয়র জিপু চৌধুরী। গত সোমবার সকাল ৯টার দিকে মাঝেরপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শোনেন। এ সময় মহল্লার অনেকেই ড্রেনেজ ব্যবস্থা ও সুপেয় পানির সমস্যার কথা তুলে ধরেন। তাদের সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন মেয়র। এছাড়া তাৎক্ষাণিকভাবে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করেন তিনি।

চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু পরিদর্শনে গিয়ে বলেন, পৌরবাসীর সার্বিক উন্নয়নে আমরা বদ্ধপরিকর। আমার দেয়া উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। চেষ্টা করছি পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করার। এই ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানিসহ কিছু সমস্যা বিদ্যমান। যেটা আমার নজরে আছে। ইতোমধ্যে প্রতিটি ওয়ার্ডে সড়ক উন্নয়নের কাজ চলছে, এরপর শুরু হবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের শতভাগ সেবা নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি। পরের প্রকল্পে মাঝেরপাড়ার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজকে অগ্রাধিকার দেয়া হবে। সকালে চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাঝেরপাড়ার বাসিন্দাদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। পৌরসভার সরবরাহকৃত পানি ব্যবহারের জন্য সকলকে আশ্বস্ত করেন মেয়র জিপু চৌধুরী। পৌরসভার যে কটি গভীর অগভীর পানির ট্যাংক ও পাম্প রয়েছে তা পরিস্কার পরিচ্ছন্ন করে বেশকয়েকবার পানি পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে বলে জানান তিনি। তিনি পৌরবাসির উদ্দেশে বলেন, আপনারা আমাকে সহযোগিতা করলে চুয়াডাঙ্গা পৌরসভা হবে উন্নয়নের রোল মডেল। সকালে ড্রেনেজ ব্যবস্থা পরিস্কার কাজ শুরুর পর দুপুরে আবারও কাজের তদারকি দেখতে যান মেয়র ওবায়দুর রহমান জিপু। এ সময় তার সাথে ছিলেন পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, পানি তত্ত্বাবধায়ক সাহিদুর রশিদ, পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক মুক্তা, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগাঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ডালিম ও পৌরসভার কনজারভেন্সি (ড্রেনেজ) পরিদর্শক জোবায়ের রহমান।