৪টি গাঁজাগাছ উদ্ধার : গাঁজাচাষি জাহিদ গারদে

চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের কুলচারায় মাদকবিরোধী অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের কুলচারা মসজিদপাড়ায় অভিযান চালিয়ে ৪টি গাঁজাগাছ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। একই সাথে গাঁজাচাষি জহিদকেও আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশদল অভিযান চালিয়ে গাঁজাগাছ উদ্ধারসহ চাষিকে আটক করে।
পুলিশসূত্র বলেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকা কুলচারা মসজিদপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে জাহিদ হোসেন (৩৮) বেশ কিছুদিন ধরে তার বাড়িতেই গাঁজার চাষ শুরু করেছে বলে খবর পায় গোয়েন্দা পুলিশ। গোপনে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের এসআই জগদীশ চন্দ্র বসু, এসআই রাশিদুল হাসান, এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪টি গাঁজাগাছ কেটে উদ্ধার করেন। একই সাথে চাষি জাহিদকে গ্রেফতার করা হয়। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

Leave a comment