২২ জানুয়ারি ফাতেহা-ই-ইয়াজদাহম

২২ জানুয়ারি ফাতেহা-ই-ইয়াজদাহম
স্টাফ রিপোর্টার: আগামী ২২ জানুয়ারি, ১১ রবিউস সানি ১৪৩৭ হিজরি শুক্রবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। গতকাল সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আমজাদ আলী।
সভায় জানানো হয়, সোমবার বাংলাদেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় ২২ জানুয়ারি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। আজ মঙ্গলবার থেকে পবিত্র রবিউস সানি মাসের গণনা শুরু।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।