২০১৭ সালেই উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট

 

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু স্যাটেলাইট ২০১৭ সালের ডিসেম্বরেই উৎক্ষেপণ করতে চায় সরকার। আর এ লক্ষ্যেই গতকাল বৃহস্পতিবার অরবিটাল স্লট (১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশ) লিজ সংগ্রহের জন্য একটি চুক্তি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনের সাথে এই চুক্তি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিটিআরসি সম্মেলন কক্ষে এ চুক্তি হয়। বিটিআরসির কমিশনার ও বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এ টি এম মনিরুল আলম এবং ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনালের মহাপরিচালক ভাদাম ই বেলোভ নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া-ভিত্তিক মহাকাশ যোগাযোগ বিষয়ক আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে প্রথম কাজটি শেষ হলো। এখন শুরু হবে এর মূল কর্মযজ্ঞ। সব কাজ শেষে ২০১৭ সালের মধ্যে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ কক্ষপথে পাঠানো সম্ভব হবে। স্যাটেলাইটটি উক্ষেপণ করতে খরচ হবে ২ হাজার ৯৬৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১ হাজার ৩১৫ কোটি টাকা। বাকি ১ হাজার ৬৫২ কোটি টাকা দেবে যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পাবে তারা। এর আগে গত ৩১ জানুয়ারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দু কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে স্লট বরাদ্দ নেয়ার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়।