হিজলগাড়ি ক্যাম্পপুলিশের অভিযানে ডিহিকৃষ্ণপুরের গাঁজা সম্রাট ইনতাজ গ্রেফতার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি ক্যাম্পপুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ডিহিকৃষ্ণপুর গ্রামের গাঁজা সম্রাট একাধিকবার পুলিশ ও র‌্যাবের হাতে আটক ইনতাজুলকে গাঁজা ও গাঁজা বিক্রির নিকতিসহ গ্রেফতার করেছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হিজলগাড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এএসআই মুহিতুর রহমান মুহিত গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মিল্টন হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহিকৃষ্ণপুর গ্রামের মানিকতলা পাড়ার মকছেদের ছেলে গাঁজা সম্রাট ইনতাজুল হোসেন ওরফে ইনতার বাড়িতে। এসময় পুলিশ ইনতাজের ঘর তল্লাশি করে ১৫ পুরিয়া গাঁজা ও গাঁজা মাপার নিক্তিসহ ইনতাজকে গ্রেফতার করেন। এলাকাবাসী জানায়, ইনতাজ দীর্ঘদিন গাঁজার ব্যাবসা চালিয়ে আসছে। একাধিকবার পুলিশ ও র‌্যাবের হাতে আটক হলেও কিছুদিনে মধ্যে আইনের ফাঁকফোক দিয়ে বেরিয়ে এসে আবার ফিরে যায় গঁজার ব্যবসায়। ইনতাজ শুধু খুচরা বিক্রেতাই না, সে প্রতিদিন এক থেকে দেড়কেজি গাঁজা পাইকারিও বিক্রি করে থাকে। এ বিষয়ে হিজলগাড়ি ফাঁড়িপুলিশের ইনচার্জ এএসআই মুহিতুর রহমান মুহিত বলেন, গ্রেফতারকৃত ইনতাজকে রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ কারা হবে। সেই সাথে তার সহযোগীদের গ্রেফতার এবং এলাকাকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।