হাফিজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় প্রেসক্লাব গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কিছুক্ষণ আগে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সারাদেশে লাগাতার রেল-নৌ-রাজপথ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তিনি। প্রেসক্লাব থেকে বেরিয়ে এলে নতুন কর্মসূচি নিয়ে গণমাধ্যমকর্মীরা তার কাছে বিভিন্ন প্রশ্ন করছিলেন। তিনি দাঁড়িয়ে প্রশ্নের জবাব দেয়ার সময় হঠাৎ কয়েক কয়েকজন পুলিশ সদস্য ধাক্কা দিয়ে তাকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে দেন। পরক্ষণেই তাকে টেনে নিয়ে তোলা হয় পুলিশের গাড়িতে। তার কিছুক্ষণ আগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পুলিশ গ্রেফতার করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হৃদয়ে বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মেজর (অব.) হাফিজকে। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়। এর আগে দুপুর সোয়া ১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীকে আটক করে পুলিশ। নয়া পল্টন যাওয়ার পথে পুরানা পল্টন থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। ৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে আটকে রাখার পর সন্ধ্যা ৭টায় তাকে ছেড়ে দেয়া হয়। এছাড়া বেলা ১১টার দিকে নয়া পল্টন থেকে গ্রেফতার করা হয় সাবেক মহিলা এমপি রওশন আরা ফরিদসহ কয়েকজন মহিলা দলনেত্রী ও জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগমসহ কয়েক জন আইনজীবীকে গ্রেফতার করে পুলিশ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *