হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশের এক এএসআই লাঞ্ছিত

আলমডাঙ্গা ব্যুরো: হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশের এক এএসআইকে লাঞ্ছিত করা হয়েছে বলে জানা গেছে। গাংনী উপজেলার কেশবনগর গ্রামের বোমাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এএসআই রওশনকে লাঞ্চিত হরেন।
প্রত্যক্ষদর্শিসূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কেশবনগর গ্রামের মন্টুর ছেলে জিন্নাত আলী (৩২) গতকাল বুধবার বিকেল ৪টার দিকে প্রচ- ভিড়ের মধ্যে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারের ৪ রাস্তার মোড়ের পাশে ব্রিজের কাছে দাঁড়িয়েছিলেন। সে সময় হাটবোয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই রওশন তাকে সরে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। জিন্নাত আলী এক পর্যায় এসআই রওশনকে লাঞ্চিত করেন এবং পালিয়ে যান।
খোঁজ নিয়ে জানা যায়, জিন্নাত আলী গাংনী থানার বোমা হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গত উপজেলা নির্বাচনের সময় প্রতিপক্ষের প্রতি বোমা হামলার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন জেলে অবস্থানের পর জামিনে মুক্ত হয়ে বর্তমানে তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
এ ব্যাপারে এএসআই রওশন বলেন, বিকেলে স্কুল ছুটির পর মেয়েরা এক সাথে বাড়ি ফেরে। সে কারণে ব্রিজের মুখে জিন্নাত আলীকে দেখে সরে যেতে বললে সে তর্ক শুরু করে। তাকে সরিয়ে দিতে গেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।