হাজার টাকার দুটি জালনোটসহ দুজন আটক

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ জালটাকার নোট দিয়ে কোমলপানীয় কিনে সটকানোর অপচেষ্টা

 

সরোজগঞ্জ প্রতিনিধি: জালটাকার নোট দিয়ে কোমলপানীয় কিনতে গিয়ে গ্যাঁড়াকলে পড়েছেন হাসনহাটি গ্রামের সাধন কর্মকার ও মেছের আলী। এরা গতকাল রোববার চুয়াডাঙ্গা সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসা মার্কেটের চা দোকানিকে জালটাকার নোট দিয়ে ঠকাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। দুজনকেই ১ হাজার টাকার দুটি জালনোটসহ পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের মৃত. লালা কর্মকারের ছেলে সাধন কর্মকার (২৬) ও একই গ্রামের হযরত আলীর ছেলে মেছের আলী (৩০) গতকাল রোববার দুপুরে সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসা মার্কেটে আহসানের চায়ের দোকানে যায়। এরা ১ হাজার টাকার জালনোট দিয়ে কোমলপানীয় টাইগার নেয়। দোকানির সন্দেহ হলে টাকাটি পাল্টে দিতে বলে। টাকা রেখে পালানোর চেষ্টা করে তারা। স্থানীয় জনগণ তাদেরকে তাড়িয়ে ধরে। উদ্ধার করে আরো একটি ১ হাজার টাকার জালনোট। পরে পুলিশে দেয়া হয়। পুলিশ তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে।