হরিণাকুণ্ডুর রিশখালী গ্রামে দু প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের হানা

১০ লাখ টাকার চাঁদার দাবিতে বোমা হামলা

বাজার গোপালপুর প্রতিনিধি: হরিণাকুণ্ডুর রিশখালী গ্রামে দু প্রবাসীর নিকট ১০ লাখ টাকা চাঁদার দাবিতে শুক্রবার দিন গতরাতে বোমা হামলা চালানো হয়েছে। ঘটনার পর হরিণাকুণ্ডু থানা ও সোনাতনপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও বোমার আলামত এবং একাট অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রামবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামের স্কুলপাড়ার মনিরুদ্দি সর্দ্দারের দু ছেলে কুয়েত প্রবাসী। এক ছেলে কহিদুল ইসলামের কুয়েতে দীর্ঘ পাচ বছর চাকরি করার পর বাড়িতে ফিরে কৃষিকাজ করেন। গত বুধবার রাত ৯টার দিকে কহিদুল ইসলামের নিকট অজ্ঞাত স্থান থেকে ০১৭৭১-৭৫৯৭১৩ দিয়ে নিজেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার লালন পরিচয় দিয়ে ৫ লাখ টাকা এবং একই রাতে ও একই মোবাইল নং ব্যবহার করে বাজারপাড়ার সৌদি প্রবাসী নিয়ামতের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা জোগাড় করে এ মোবাইল নম্বরে যোগাযোগ করে আলমডাঙ্গায় পৌঁছে দেয়ার জন্য বলা হয়। আর এ ব্যাপারে বেশি বাড়াবাড়ি না করা এবং কারো নিকট না জানানোর জন্য বলে দেয়া হয়। কিন্তু বেশ কয়েক দিন পার হলেও তার সাথে যোগাযোগ না করলে গত শুক্রবার রাতে প্রথমে মনিরুদ্দিনের বাড়িতে হানা দিয়ে তাদের বাড়ির গেট খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে দেয়ালে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর বাজারপাড়ার নিয়ামত আলীর বাড়িতেও ঢুকতে না পেরে প্রথমে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির ছাদের ওপর পড়লেও তা অবিস্ফোরিত থেকে যায়। এরপর আরও একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি বাড়ির রান্নাঘরের দেয়ালে বিস্ফোরিত হলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই দুটি পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার এসআই আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বোমার আলামত ও অবিস্ফোরিত বোমাটিও উদ্ধার করেছে পুলিশ।