হরিণাকুণ্ডুর ভবানীপুর গ্র্রামে ডাকাতদের হানা : বোমা বিস্ফোরণ

গৃহকর্তাদের বেঁধে সোনার গয়নাগাটি টাকা লুট

জামজামি প্রতিনিধি: হরিণাকুণ্ডুর ভবানীপুর গ্রামের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে বেঁধে রেখে লুটপাট চালায়। ডাকাতরা গ্র্রামের জুয়েলারি ব্যবসায়ী সঞ্জয় মজুমদারের বাড়ি থেকে ১৮ ভরি ওজনের সোনার গয়নাগাটি হাতিয়ে নিয়ে যায়। গ্র্রামের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সটকে পড়ে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর গ্র্রামের জুয়েলারি ব্যবসায়ী সঞ্জয় মজুমদার ও মুরালী মোহন মজুমদারের বাড়িতে ১২-১৪ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা প্রতিবেশী পলাশ ও রাজু নামের দুজনকে তুলে নিয়ে আসে। ওই দুজনসহ সঞ্জয় মজুমদারকে দড়ি দিয়ে বাঁধে ডাকাতরা। তাদেরকে মারধর করে এবং বাড়ির অন্যদেরকে একটি ঘরে আটকে রাখে তারা। এরপর লুটপাট চালায়। সঞ্জয় মজুমদার জানান, তার জুয়েলারি দোকানের ১৮ ভরি সোনা ছিলো বাড়িতে। ওই সোনাসহ নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এক পর্যায়ে ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিয়ে উঠলে ডাকাতরা অবস্থা বেগতিক বুঝে বাড়ির গেটের সামনে দুটি বোমা বিস্ফোরণ ঘটনায়। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ওসি শওকত হোসেনের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন।