হরিণাকুণ্ডুতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: স্কুলছাত্রীদের বিভিন্ন সময় শ্লীলতাহানির ঘটনায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার হাতিয়া আবদালপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি একই গ্রামের দরগাপাড়ার আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় হরিয়ারঘাট গ্রামের নজরুল ইসলাম বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করেছেন। হরিণাকুণ্ডু থানার ওসি কেএম শওকত আলী জানান, হরিয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া চতুর্থ শ্রেণির চার শিশু শিক্ষার্থীকে প্রায়ই স্কুলের দ্বিতল ভবনের ছাদে নিয়ে উত্ত্যক্ত করতো। করতো আপত্তিকর আচরণ। ছাত্রীরা এ সময় প্রতিবাদ করার চেষ্টা করলে মারধরের হুমকি দিতো। ঘটনাটি গতকাল শনিবার সন্ধ্যার দিকে নির্যাতিত ওই শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানালে ছাত্রীদের নিয়ে অভিভাবকরা হরিণাকুণ্ডু থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে। এলাকাবাসী জানায়, শিক্ষক গোলাম কিবরিয়াকে ইতঃপূর্বে স্কুল কমিটি এমন অভিযোগ পেয়ে ৭ বার সতর্ক করে নোটিশ দেন। কিন্তু তারপরও তিনি এমন কাজ থেকে বিরত হননি।