হরিণাকুণ্ডুতে পুলিশ হত্যামামলার প্রধান আসামি ৪৮ ঘণ্টার পুলিশি রিমান্ডে

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু পুলিশ হত্যামামলার প্রধান আসামি উপজেলা চেয়ারম্যান উপজেলা জামায়াতের নায়েবে আমির মোতাহার হুসাইনকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ ঘণ্টার রিমান্ডে নিয়েছে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঝিনাইদহের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ারের আদালত তাকে ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ জামায়াত-শিবিরের হরতাল চলাকালীন সময়ে উপজেলা পরিষদ মোড়ে জামায়াত-শিবির কর্মীরা পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুককে নির্মমভাবে কুপিয়ে খুন করে। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মোতাহার হুসাইনকে প্রধান আসামি করে প্রায় ৬ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর নামে একটি হত্যামামলা দায়ের করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *