স্বামীর মুক্তিযোদ্ধা সনদ পেলেও ভাতা পাওয়ার আগেই চলে গেলেন মনোয়ারা বেগম

স্টাফ রিপোর্টার: মনোয়ারা বেগমের স্বামী মতিয়ার রহমান বাবু ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তিনি মারা গেছেন দেশের স্বাধীনতা অর্জনের বছর খানেকের মাথায় ১৯৭৩ সালে। মুক্তিযোদ্ধা সনদের আবেদন করেছিলেন মনোয়ারা, দীর্ঘ প্রতীক্ষার পর গত মাসেই তা হাতে পান তিনি। আগামী মাসেই ভাতা পাওয়ার কথা ছিলো। তার আগেই ইহকাল ছেড়ে চলে গেলেন মনেয়ারা বেগম (ইন্না …. রাজেউন)।

মনোয়ারা বেগম চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় সরদারপাড়ার মরহুম মতিয়ার রহমান বাবুর স্ত্রী। পিতার বাড়ি জীবননগরের ধোপাখালী। একমাত্র সন্তান বিপ্লবুর রহমান বিপ্লব ঢাকা সাভারের একটি গার্মেন্টসের জিএম পদে কর্মরত। মনোয়ারা বেগম বেশ কিছুদিন ধরেই ছেলের বাড়িতেই থাকতেন। বয়স হয়েছিলো ৬৫ বছর। গতকাল শুক্রবার তিনি ছেলের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতদেহ নেয়া হয় দৌলাতদিয়াড়ে। গতরাত সাড়ে ৯টার দিকে দৌলাতদিয়াড় সরদারপাড়া ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। একমাত্র ছেলে বিপ্লব তার মা ও মুক্তিযোদ্ধা পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।