সিলেটে অর্থমন্ত্রীর বাসায় ককটেল হামলা

 

স্টাফ রিপোর্টার: পুলিশের নিরাপত্তা বেষ্টনীতেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ বাসা লক্ষ্য করে ককটেল হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছুড়লেও কাউকে আটক করতে পারেনি। ঘটনার সত্যতা স্বীকার করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আয়ুব জানান, রাত ৮টা ৩২ মিনিটের সময় দু মোটরসাইকেল আরোহী হঠাৎ করে অর্থমন্ত্রীর বাসভবন হাফিজ কমপ্লেক্স লক্ষ্য করে দুটি ককটেল ছুঁড়ে মারে। দুটি ককটেলই বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দুর্বৃত্তদের লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছোঁড়ে।
জামায়াতের দু নেতা গ্রেফতারের ঘটনায় এ হামলা হয়ে থাকতে পারে। ঘটনার পর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *