সিদ্ধান্তে অটল

 

স্টাফ রিপোর্টার: নানামুখি চাপেও নিজের অবস্থানে অনড় এরশাদ। নির্বাচন ও নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টিকে রাখতে সরকারের প্রচণ্ড চাপ থাকলেও নিজের অবস্থান পরিবর্তন করতে নারাজ তিনি। তাকে গ্রেফতার চেষ্টা হচ্ছে এ আশঙ্কার কথা জানিয়েছিলেন বুধবার রাতে। হুমকি দিয়েছিলেন আত্মহত্যার। মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর থেকে এরশাদের বাসা ঘিরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া বলয়। এরশাদ নেতাকর্মীদের কাছে জানতে চেয়েছেন, তার বাসা ঘিরে র‌্যাব-পুলিশ কেন? গতকাল মোবাইলফোনে রংপুরের এক সমাবেশে বক্তব্য রাখার সময়ও নিজের অনড় অবস্থান তুলে ধরেন। তাকে গ্রেফতারের ষড়যন্ত্র হচ্ছে- এমন আশঙ্কা প্রকাশ করে বলেন, তোমরা প্রস্তুত থাকো। আমি নির্দেশ দিতে না পারলেও তোমরা মাঠে নেমে পড়বে। এরশাদের এমন দৃঢ় বক্তব্যে সমাবেশের নেতাকর্মীরাও উল্লাস প্রকাশ করেন।

এদিকে রাত পৌনে ১০টার দিকে এরশাদ প্রেসিডেন্ট পার্কের বাসার নিচে নেমে সাংবাদিকদের সাথে কথা বলেন। নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এ মুহূর্তে আমার অবস্থান পরিবর্তন করলে মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। আমি যা বলেছি এটিই চূড়ান্ত। এরশাদ বলেন, আমরা প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছি তাই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবো। শুনেছি তিনি কাল (শুক্রবার) দেশে আসবেন। পরের দিন আমি তার কাছে পদত্যাগপত্র জমা দেবো। এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আমার আর ফেরার সুযোগ নেই। কথা দিয়েছি। কথা রাখবো। সিদ্ধান্তে অটল আছি। মন্ত্রী পরিষদ থেকে জাতীয় পাটির সদস্যরা পদত্যাগপত্র ইতোমধ্যেই চেয়ারম্যান এইচএম এরশাদের নিকট জমা দিয়েছে।