সিইসির গ্রামের বাড়িতে বোমা হামলা ঘটনায় মামলা দায়ের : নিরাপত্তা জোরদার

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: প্রধান র্নিবাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের আন্দুলবাড়িয়ার বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার এসআই জুয়েল বাদী হয়ে গত শুক্রবার এ মামলা করেন। অজ্ঞাত আসামিদের নামে এ মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি শিকদার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলছেন, ইতোমধ্যেই মামলাটির জোর তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। আইনশৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি, নাশকতার পরিকল্পনা ও অপরাধ সংঘটিত করলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এ দিকে প্রধান নির্বাচন কমিশনারের বাড়িতে পেট্রোল বোমা হামলার পর নিরাপত্তার লক্ষ্যে যৌথবাহিনীর নিয়মিত টইলসহ পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনার পর মহল্লাবাসী সজাগ ও সতর্ক দৃষ্টি রাখছেন। তারা বলেছেন শান্ত এলাকা অশান্ত করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতাসহ দুর্বৃত্তদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের পরিত্যক্ত বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তচক্র দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একটি বোমার বিস্ফোরণ ঘটলেও অপর অবিস্ফোরিত বোমাটি পুলিশ আলামতসহ জব্দ করে।