সাবেক এমপি জয়নাল আবেদীনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ

 

সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন স্বাক্ষরিত এক প্রেসরিলিজে ওই প্রতিবাদ জানানো হয়।

প্রেসরিলিজে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাবেক এমপি জয়নাল আবেদীন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুলের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ও কল্পিত অভিযোগ আনা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে দুর্নীতির যে বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রেসরিলিজে উল্লেখ করা হয়েছে। প্রেসরিলিজে আরো বলা হয়েছে- সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন যখন সংসদ সদস্য ছিলেন তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল তার বিরুদ্ধে দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন ও একাধিকবার উভয়ের মধ্যে সংঘাত ও হাঙ্গামার সৃষ্টি হয়। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট বিল লুটের অভিযোগে প্রেসক্লাবের সামনে তার বিরুদ্ধে কয়েক দিন ধরে অনশন করে বিচারের দাবি জানান। যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী সাবেক এমপি দুর্নীতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পত্রপত্রিকায় চিহ্নিত করা হয়। পৌরসভার ১৫ কোটি টাকার টেন্ডারের কমিশন কারা কারা ভাগ বাটোয়ারা করেছে? কাদের বিরুদ্ধে বিগত দিনে দুদুকের মামলা হয়েছে, গম কেলেঙ্কারিতে কারা জড়িত তা মেহেরপুরবাসী জানতে চাই বলে প্রেসরিলিজে উল্লেখ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।