সাতক্ষীরায় যৌথ অভিযান : সংঘর্ষে একজন নিহত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের সময় জামায়াত-শিবিরের সাথে সংঘর্ষে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। সদর থানার ওসি এনামুল হক জানান, গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পূর্ব ভোমরা অঞ্চলের আমদানি-রফতানিকারক অফিস সাহাবুদ্দিন ট্রেডিঙের সামনে সংঘর্ষে গুলিবিদ্ধ হন মো. ছোটন (২২) নামে ওই শিবিরকর্মী। পরে সদর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছোটন ওই এলাকার পদ্মশাঁখরা গ্রামের শহর আলীর ছেলে। ওসি বলেন, ভোরে নিয়মিত মামলার আসামি গ্রেফতারে সেখানে অভিযান শুরু করলে সাহাবুদ্দিন ট্রেডিঙের সামনে যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট, হাতবোমা ও পেট্রোলবোমা ছোড়ে জামায়াত-শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ ছোটনকে হাসপাতালে নেয়া হয়।