সহিংসতা দমনে সরকারের পদক্ষেপ প্রেসিডেন্টকে জানালেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সন্ত্রাস ও সহিংসতা দমনে সরকারের নেয়া পদক্ষেপের বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট দশম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) এবং নির্বাচিত সকল আইন প্রণেতাদের অভিনন্দন জানিয়েছেন। বৈঠক শেষে প্রেসিডেন্টের প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সদ্যসমাপ্ত সংসদ নির্বাচন এবং নির্বাচনোত্তর পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে অবহিত করেন, তার সরকার জনগণের জানমাল রক্ষার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এক প্রশ্নের জবাবে করিম বলেন, নির্বাচনের ফলাফল সংক্রান্ত গেজেট প্রকাশিত হওয়ার পর একটি নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যারিস্টার শফিক আহমেদ উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।