সরস্বতী পূজা আজ

স্টাফ রিপোর্টার: সরস্বতী পূজা আজ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মের অনুসারীরা সরস্বতীকে বিদ্যা, জ্ঞান, বীণাপাণি, বাগদেবীসহ নানা নামে দেবীজ্ঞানে পূজা করে থাকে। প্রতিবছর বাংলা সনের মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। এবারেও মহাসমারোহে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠান ও সম্মিলিত উদ্যোগে স্থাপিত বিভিন্ন পূজামণ্ডপ ও বাসাবাড়িতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সকাল থেকে শুরু হবে পূজা অর্চ্চনা, পুষ্পাঞ্জলিসহ আনুষঙ্গিক ক্রিয়া। সকালে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্ত তে’ এ মন্ত্র উচ্চারণের সাথে মণ্ডপে মণ্ডপে বাজবে উলুধ্বনি ও শঙ্খের আওয়াজ। সরস্বতী পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে প্রসাদ বিতরণ, আরতি, আলোচনাসভা, সঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জাসহ নানা কর্মসূচি। রাজধানীর জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে সকালে পূজা শুরু হয়ে পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। দুপুরে হবে প্রসাদ বিতরণ। সন্ধ্যায় আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, চারুকলা ইনস্টিটিউটসহ প্রায় প্রতিটি হলেই বিপুল উৎসাহ উদ্দীপনায় সরস্বতী পূজার আয়োজন করেছে শিক্ষার্থীরা।