সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদশূন্য ২০৫১৬

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সংসদকে জানিয়েছেন, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০ হাজার ৫১৬টি প্রধান শিক্ষকের পদ বর্তমানে শূন্য রয়েছে। গতকাল সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ৬০১টি। সেই হিসাবে এক-তৃতীয়াংশেই প্রধান শিক্ষকের পদ শূন্য। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় এই পদে নিয়োগ হবে সরকারি কর্মকমিশন থেকে।

মাধ্যমিকে হাজার শিক্ষকের পদ শূন্য: চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সংসদকে জানান, দেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক প্রায় দুই হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ৩৩৫টি। নাহিদ জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, ইসলাম ধর্ম, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীব বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা বিষয়ে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে। ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থ বছরে ২ লাখ ৭৫ হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে ১৬০ কোটি টাকা বৃত্তি বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ২ লাখ ছাত্রীকে ১১০ কোটি টাকা দেয়া হবে।