সমাবেশে বাধা দিলে অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি হেফাজতের

স্টাফ রিপোর্টার: কোনো ষড়যন্ত্র ও কুটকৌশল আগামী ১৫ নভেম্বর শাপলা চত্বরের মহাসমাবেশ বানচাল করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত ইসলামের ঢাকা মহানগর নেতারা। তারা বলেন, যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। যদি বাধা দেয়া হয়, তাহলে ঢাকা ঘেরাও ও রাজপথ রেলপথ অবরোধ এবং হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম। গতকাল বুধবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ঢাকা মহানগর আহ্বায়ক নূর হোসাইন কাসেমী এবং কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগর সদস্য সচিব মাও. জুনায়েদ আল হাবীব। বিবৃতিতে তারা বলেন, হেফাজত ঈমান-আকীদা রক্ষার আন্দোলন। কাউকে ক্ষমতা থেকে নামানো কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য আল্লামা শফী আন্দোলনের ময়দানে অবতীর্ণ হননি। সরকার তাকে একদিকে ভয়-ভীতি দেখিয়েছে, অপরদিকে মোটা অঙ্কের অর্থ ও সংসদীয় আসনের প্রলোভন দেখিয়েছে। তা সত্ত্বেও তিনি তার এ আদর্শিক আন্দোলন থেকে বিন্দু পিছুপা হননি। যারাই এ ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র করবে তারাই ধ্বংস হবে। প্রসঙ্গত, কওমি মাদরাসা শিক্ষা আইন-২০১৩ বাতিল, ১৩ দফা দাবি আদায়, হেফাজত নেতাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আগামী ১৫ নভেম্বর শাপলা চত্বরে এ মহাসমাবেশ করার ঘোষণা দেয় হেফাজত। অপরদিকে সেদিন একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেয় বাংলাদেশ তরিকত ফেডারেশন।