শৈলকুপায় শর্টগানের গুলিসহ যুবক আটক

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় শর্টগানের গুলিসহ এক যুবক আটক হয়েছে। শৈলকুপার লাঙ্গলবাধ ক্যাম্প পুলিশ তাকে আটক করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মাগুরা থেকে আগ্নেয়াস্ত্রসহ দু সন্ত্রাসী লাঙ্গলবাধের দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্প পুলিশ নতুনভূক্ত মালিথিয়া গ্রামস্থ চাকদহ ব্রিজের পাশে ওত পেতে থাকে। মাগুরা থেকে লাঙ্গলবাধের দিকে একই সাথে আসা সাদ্দাম ও মান্নানকে তল্লাশী করতে গেলে মান্নান দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় সাদ্দামের কাছ থেকে এক রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। গুলিসহ আটক সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আটককৃত সাদ্দাম মাগুরা জেলার শ্রীপুর থানার ছাবিনগর গ্রামের মৃত তোফাজ্জেল মণ্ডলের ছেলে। পলাতক মান্নান একই এলাকার কমির উদ্দীন মণ্ডলের ছেলে। এদিকে গুলিসহ আটককৃত সাদ্দামের পরিবার জানায়, সাদ্দাম একজন সাধারন কৃষক। সে কোন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত নয়। সাদ্দাম আসলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।