শপথ নিলেন আলমডাঙ্গার ৬ ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়। একই সময়ে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সায়মা ইউনুস নবনির্বাচিত ৬ চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিতরা হলেন আওয়ামী লীগ মনোনীত বেলগাছি ইউপির আমিরুল ইসলাম মন্টু, জামজামির ইউপির নজরুল ইসলাম, ডাউকী ইউপির লুৎফর রহমান, কালিদাশপুর ইউপির নুরুল ইসলাম, খাসকররা ইউপির মোস্তাফিজুর রহমান এবং বিএনপি মনোনীত জেহাল ইউপির আমিনুল হক রোকন চেয়ারম্যান হিসেবে শপথ নেন। শপথ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার, সহকারী কমিশনার পাপিয়া আক্তার, ফখরুল ইসলাম ও সুচিত্র রঞ্জন দাশসহ উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ৬টি ইউপির নবনির্বাচিত ১৮ সংরক্ষিত সদস্য ও  ৫৪ জন সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, জনগণের ভোটে প্রতিনিধি হিসেবে আপনার নির্বাচিত হয়েছেন। ভোটারদের সুখে দুখে তাদের পাশে থাকবেন এটাই আশা করবো। প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার আছে। সরকার উদ্যোক্তাদের সরঞ্জাম দিয়েছে। নিজেরা সেখান থেকে আয় করে সংসার চালায়। পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তারা সেখানে কাজ করে। উদ্যোক্তাদের কাজে সকলকে সহযোগিতা করতে হবে।

প্রসঙ্গত: গত ২৩ এপ্রিল আলমডাঙ্গার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ীদের গেজেট প্রকাশিত হয় গত ৫ মে। প্রশাসন গেজেটটি হাতে পেয়েছে গত ১২ মে। বর্তমান ৬ ইউপির মেয়াদ শেষ হবে আগামিকাল ১১ জুন।