রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থামিয়ে অস্ত্রের মুখে লুটপাট

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে খুদিয়াখালীর অদূরে সশস্ত্র ডাকাতদলের হানা

 

স্টাফ রিপোর্টার: রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থামিয়ে ডাকাতি করেছে একদল সংঘবদ্ধ ডাকাত। সড়কের ধারের গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতরা নগদ টাকা, গয়নাগাটি ও মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে। পুলিশে খবর দেয়া হলেও পুলিশ আসতে আসতেই ডাকাতরা পগার পার। গতরাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের খুদিয়াখালী গ্রামের অদূরে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় অ্যাম্বুলেন্স ড্রাইভারসহ রোগীর লোকজনকে ধারধর করা হয়।ৱ

সূত্র জানায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে ডাইভার শরিফুল ইসলাম স্বপন রোগী নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশে আসছিলেন। জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রাম ছেড়ে ব্রিজমোড়ের অদূরে পৌঁছুলে রাস্তায় গাছ কেটে ফেলে রাখা দেখে অ্যাম্বুলেন্স থামান স্বপন। এ সময় রাস্তার দু ধার থেকে সশস্ত্র ডাকাতরা অ্যাম্বুলেন্সে হানা দেয়। রোগী আলমডাঙ্গার ওসমানপুর গ্রামের জামাল মণ্ডলের ছেলে মোহাম্মদ আলীকে বহনকারী অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও রোগীর লোকজনের ৫টি মোবাইলফোন, গয়নাগাটি ও নগদ ১৫ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নেয় এবং মারধর করে ডাকাতরা। চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানায় সাথে সাথে খবর দেয়া হয়। চুয়াঙ্গা সদর থানার পুলিশ দেরিতে হলেও ঘটনাস্থলে পৌঁছায়। গতরাত সোয়া ৩টার দিকে দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে এসে ড্রাইভার স্বপনসহ আলমডাঙ্গা ওসমানপুর গ্রামের ঝন্টু মোল্লার ছেলে প্রদীপ, মোহাম্মদ আলীর ছেলে পলাশ, বুলুর ছেলে উজ্জ্বল ঘটনার বর্ণনা দেন।