রিয়াদে মারা যাওয়া আনোয়ারের মৃতদেহ আন্দুবাড়িয়ায় : আজ দাফন

 

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া আন্দুলবড়িয়া খালপাড়ার আনোয়ার হোসেনের লাশ গতরাত ১টার দিকে বাড়িতে নেয়া সম্ভব হয়।তিনি গত ২০ জুন সন্ধ্যায় কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গতকাল রাতে লাশ পৌঁছানোর খবর পেয়ে স্বজন, বন্ধুমহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বাড়িতে শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে অপেক্ষা করতে থাকেন। বাড়িতে দিনভর চলছে স্বজনহারাদের কান্না। দীর্ঘ ১৪ দিন পর সৌদি থেকে লাশ বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। রাত ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তার লাশ বাড়িতে এসে পৌঁছুলে স্ত্রী, ছেলে, মেয়ে স্বজনদের বুকফাটা কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। তিনি গত ৭ বছর পূর্বে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে নিজ ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্ন আর বুকভরা আশা নিয়ে সুদুর সৌদি আরবের রিয়াদ শহরে পাড়ি দেন। সেখান থেকে ৭ বছর পর চলতি বছরের জানুয়ারি মাসে বাড়ি ফিরে পাঁকা ঘর নির্মাণকাজে হাত দেন। কাজ অসমাপ্ত রেখে তিনি মে মাসের প্রথম সপ্তাহ দিকে মালিকের নিকট বকেয়া পাওনা ৩ লাখ টাকা আদায়ে ফের সৌদি আরবের রিয়াদ শহরে পূর্বের কর্মস্থলে পাড়ি দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে, মাসহ অনেক ভক্তানুরাগী রেখে গেছেন। আজ রোববার সকাল ৯টায় আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়া গোরস্তানে জানাজা শেষে তার পিতার কবরস্থানের পাশে তার লাশ চির নিদ্রায় শায়িত করা হবে। পরিবারের পক্ষ থেকে জানাজায় সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।