রাষ্ট্রদ্রোহ মামলা

স্টাফ রিপোর্টার: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা বাদী হয়ে গতকাল বৃস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে গত সোমবার রাষ্ট্রদ্রোহের এ মামলার অনুমতি দেয়া হয়। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে প্রথম দফা রিমান্ড শেষে আগামী রোববার নাগাদ মান্নাকে জিজ্ঞাসবাদের জন্য পুনঃরায় রিমান্ড চাওয়া হবে। মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ছিলো মান্নার রিমান্ডের অষ্টম দিন। এদিকে রিমান্ডে থাকা মান্না ফোনে দেশে-বিদেশে বিভিন্ন মহলে যোগাযোগের কথা স্বীকার করেছেন। তিনি বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ছাড়াও সেনাবাহিনীকে উসকানি দেয়ার অভিযোগে মান্নার সাথে অপর ফোনালাপটি অস্ট্রেলিয়া প্রবাসী সাবেক এক ছাত্রলীগ নেতা শাহাদাতের বলে দাবি করেছেন মান্না। তিনি আরও বলেন, খোকা ও শাহদাতের সাথে ফোনালাপ ছিলো একান্ত একাডেমিক রাজনৈতিক কথাবার্তা।