রামগতিতে দুবোনসহ পানিতে ডুবে চার স্থানে পাঁচ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: রামগতিতে দুবোনসহ পানিতে ডুবে চার স্থানে ৫ জনের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুর রামগতি পৌরসভার চরহাসান-হোসেন এলাকায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে দু চাচাতো বোনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত দু বোন হল চরহাসান-হোসেন এলাকার মাহবুবুর রহমানের মেয়ে শাহনাজ আক্তার লিপি (৯) ও মাহবুবের ছোট ভাই মমিন উল্লাহর মেয়ে জোবায়দা সুলতানা মিম (৭)। লিপি চরহাসান-হোসেন নুঁড়িয়া হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এবং মিম একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

অপর দিকে রাজশাহী নগরীর জিয়ানগর এলাকার পদ্মানদীতে গোসল করতে গিয়ে আবদুল গফুর নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জে পানিতে ডুবে সাদ্দাম হোসেন (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের গাইটাল শিক্ষক পল্লীর বাসিন্দা রাজমিস্ত্রি তাজ্জত হোসেনের ছেলে ও স্থানীয় রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। গত শুক্রবার বেলা আড়াইটার দিকে সাদ্দাম বাড়ির পাশে নরসুন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

সান্তাহারের কলসা সোনারপাড়া এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুকুরে ডুবে অপূর্ব নামে দু বছর বয়সী এক শিশু মারা গেছে। সোনারপাড়ার জাকিরুল ইসলামের ছেলে অপূর্ব  গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভেসে উঠে।