রাজ পরিবারের নির্দেশে ডায়ানাকে হত্যা

মাথাভাঙ্গা মনিটর: ব্রিটিশদের হৃদয়ের রাণী ডায়ানার সাথে দোদি আল ফায়েদের সম্পর্ককে মেনে নিতে না পারায় ব্রিটেনের রাজ পরিবারের সিদ্ধান্তে প্রিন্সেস ডায়ানাকে হত্যা করা করা বিশেষ বাহিনীকে (এসএএস) কাজে লাগিয়ে কঠোর গোপনীয়তায় ডায়নাকে হত্যা করা হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের জিজ্ঞাসাবাদে এ চাঞ্জল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সর্বশেষ খবরে জানা গেছে স্কটল্যান্ড ইয়ার্ড ডায়ানার মামলাটি পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে। তালাকপ্রাপ্ত এসএএস’র এক সদস্যের স্ত্রীর বরাত দিয়ে একটি রিপোর্টে বলা হয়েছে, মিসরের ধনকুবের পুত্র দোদি আল ফায়েদ ও ডায়ানাকে বহনকারী গাড়ি চালককে বিভ্রান্ত করতে তার মুখমণ্ডল লক্ষ্য করে তীব্র আলো ফেলে দ্রুত গতিসম্পন্ন চলন্ত গাড়িটিকে দুর্ঘটনায় ফেলতে বাধ্য করা হয়। ওই মহিলার দাবি, তার স্বামী (সাবেক) তাকে বলেছেন, বাহিনীর একজন চৌকস সদস্যকে দিয়ে এ কাজটি কারানো হয়েছে। এ অভিযোগের ওপর ভিত্তি করে ডায়ানার মৃত্যুর ১৬ বছর পর নড়েচড়ে বসেছে ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ড। জানা গেছে, তারা মামলাটি পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এক রিপোর্টে বলেছে, ডায়ানার মৃত্যুর জন্য কেউ না কেউ দায়ী। ১৯৯৭ সালে ওই দুর্ঘটনায় ডায়ানা (৩৬) তার বন্ধু দোদি আল ফায়েদ (৪২) ও তাদের গাড়িচালক (৪১) নিহত হন। দোদি আল ফায়েদের সাথে ডায়ানার সম্পর্ক রাজ পরিবারের সদস্যরা মেনে নিতে না পারায় রাজ পরিবারের সদস্যদের নির্দেশেই তাকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *