রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার: বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (২০১৩-১৪ শিক্ষাবর্ষে) সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পরীক্ষা স্থগিত করা হয়। ১০ থেকে ১৪ নভেম্বর সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত ছিলো। উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ শিক্ষার্থীদের পরে জানিয়ে দেয়া হবে। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিলো। এ কারণে ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণে বিলম্ব হতে পারে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, ১০ থেকে ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। হরতালের কারণে ভর্তি পরীক্ষা স্থগিত হলো। এ বছর বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৬০১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন এক লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ পত্রিকায় বিজ্ঞাপন এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন।