রাজশাহীতে পুলিশ ভ্যানে বোমা নিক্ষেপ : কনস্টেবল নিহত আহত ৮

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের কাভার্ডভ্যানে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য সিদ্ধার্থের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকেলে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়। রাত সাড়ে ৯টায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সিদ্ধার্থ মারা গেছেন। হামলায় জড়িত সন্দেহে পুলিশ অন্তত ৩৫ জনকে আটক করেছে। হামলাকারীরা শিবির ক্যাডার বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীতে ১৮ দল বিক্ষোভ করে। এ সময় লোকনাথ স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি কাভার্ডভ্যান লক্ষ্য করে শিবির ক্যাডাররা হাতবোমা ছুঁড়ে মারে। ভ্যানে থাকা ৯ পুলিশ সদস্যই আহত হন। গুরুতর আহত পুলিশ কনস্টেবল শাহরিয়ার, মজিদ, রায়হান, রাফি, আসাদ, সোহেল, তৌহিদ ও আনন্দকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহানগর পুলিশের উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী জানান, ১৮ দলের বিক্ষোভ কর্মসূচি শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর এ হামলা চালায়। এ ঘটনাসহ নাশকতা এড়াতে নগরীর সিটি কলেজ এলাকা, জিরো পয়েন্ট এবং সোনাদীঘি মোড়সহ কয়েকটি স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।