রক্তাক্ত জনপদ খ্যাত আলমডাঙ্গায় আবারও সন্ত্রাসীদের মাথাচাড়া বলেশ্বরপুরে বোমা বিস্ফোরণ : জনগণ আতঙ্কিত

সদরুল নিপুল: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামে গত সোমবার রাতে আধাঘণ্টার ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় এলাকার মানুষের ভিতর আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকা সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে বলেশ্বরপুর-কাথুলী সড়কের নির্জন ফাঁকা মাঠের দিকে একটি এবং রাত সাড়ে ১০টার দিকে বাজারের পাশে ফাঁকা মাঠের দিকে আরও একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় আধা ঘণ্টার ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণের আওয়াজে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। এ ব্যাপারে আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস গতকাল মঙ্গলবার বিকেলে মোবাইলফোনে জানান, আমি একটি বোমার আওয়াজ শুনতে পেরেছি, দুটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পায়নি। বলেশ্বরপুর গ্রামের যুবলীগ নেতা আজিম উদ্দিন কদম জানান, দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার সাথে সাথে আমাদের বাজার ও রাস্তা মুহুর্তের ভিতর জনশুন্য হয়ে পড়ে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। বোমার নির্দিষ্ট স্থান ও আলামত উদ্ধার হয়নি। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গতকাল বিকেলে মোবাইলফোনে জানান এ ব্যাপারে কেউ আমাদের জানায়নি। তিনি বলেন তফশীল ঘোষণাকে কেন্দ্র করে কেউ পটকা ফোটাতে পারে। তিনি আশাবাদী বোমা নয় পটকা ফোটানো হয়েছে। অপরদিকে আতঙ্কিত এলাকাবাসী জানায় বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকে মানুষের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।