যে ফায়ার স্টেশনের সদস্যদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধ লালগাড়ির অবস্থান দেখে তাদের নিয়েই বিরূপ সমালোচনা

 

স্টাফ রিপোর্টার: যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের প্রতি জনসাধারণের অগাধ ভালোবাসা, শ্রদ্ধাবোধ। সেই ফায়ার সার্ভিসের লাল গাড়ি হাসপাতাল ক্যাম্পাসের হরিজন সম্প্রদায়ের বাড়ির সামনে নিয়ে কয়েকজনের আচরণ দেখে বিরূপ সমালোচনার ঝড় উঠেছে।

গতরাত পৌনে ৯টার দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভেতরে ফায়ার সার্ভিসের লাল গাড়িটি প্রবেশ করানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের দিকে নয়, গাড়িটি যায় হাসপাতাল ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিম প্রান্তের হরিজন কোয়ার্টারে। কৌতূহলে অনেকেই ছুটে যান সেখানে। আগুন নাকি অন্য কিছু? এ প্রশ্নের জবাব খুঁজতেই কয়েকজনের টলকে হাঁটা আর অসঙ্গতিপূর্ণ কথা শুনেই চমকে উঠেন সকলে।

চুয়াডাঙ্গা-শ-১১-০০০৪ গাড়িটি যখন হাসপাতালের ওই হরিজন কোয়ার্টারের সামনে তখন ফায়ার স্টেশনে ফোন করে গাড়িটির অবস্থান জানতে চাওয়া হলে জবাব দেয়া হয়, ওই রেজিস্ট্রেশনের গাড়ি চুয়াডাঙ্গা ফায়ার স্টেশনের নয়। পরে অবশ্য ওই গাড়িটি চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়স্থ স্টেশনেই ফেরে। এ সময় গাড়িটি এবং গাড়ির আরোহীদের সম্পর্কে তথ্য নিতে স্টেশন মাস্টার জাকির হোসেনের সাথে কথা বলতে গেলে তিনি এক জনপ্রতিনিধিকে দেখিয়ে দিলেন। জনপ্রতিনিধি তখন টলছিলেন। বললেন, আমাদের এক রোগীকে নিতেই গাড়ি সেখানে নেয়া হয়েছিলো। বেশি কিছু জানতে হলে তোমাদের সম্পাদককে আমার কাছে ফোন করতে বলো। যাও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *