যুবলীগ কর্মী আজিজুল হত্যা মামলার প্রধান আসামি তোরাফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ মানিকডিহির যুবলীগকর্মী আজিজুল হক হত্যা মামলার প্রধান আসামি তোরাফ আলীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গেদহ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোরাফ আলী মণ্ডল ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

                পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহ মানিকডিহি গ্রামের মৃত ফকির চাঁদ মণ্ডলের ছেলে যুবলীগ নেতা তোরাফ আলী মণ্ডল (৪০) একই গ্রামের যুবলীগ কর্মী আজিজুল হত্যা মামলার প্রধান আসামি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত ছিলো। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে তোরাফ আলী ডিঙ্গেদহ বাজার অবস্থান করছে। ডিবির ওসি কামরুজ্জামান খানের নেতৃত্বে এসআই ইব্রাহিম আলী, এসআই আমির আব্বাস, এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গতকালই সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

                উল্লেখ্য, গত বছর ১৬ নভেম্বর ডিঙ্গেদহ বাজার হামলা চালিয়ে মানিকডিহির আবুল মণ্ডলের ছেলে যুবলীগ কর্মী আজিজুল হককে (৩৮) কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে একদল দুবৃর্ত্তরা। এ ঘটনায় আজিজুল হকের স্ত্রী ডলি খাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।