যশোরে দলীয় কোন্দলে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

 

স্টাফ রিপোর্টার: দলীয় কোন্দলে গুলিবিদ্ধ হয়েছেন যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। গতকাল রোববাররাত সাড়ে ৯টার দিকে শহরতলী রাজারহাটে তার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা ওগুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। এতে আলমগীরের শরীরের বোমা ও গুলির স্পিন্টারবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাহয়। অবস্থার অবনতি হলে পরে রাত সোয়া ১০টার দিকে তাকে ঢাকায় স্থানন্তারিতকরা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন রাতেরাজারহাটে তার চামড়া বেচাকেনার অফিসে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্তমোটরসাইকেলযোগে সেখানে উপস্থিত হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ৪-৫টি বোমারবিস্ফোরণ ঘটায়। পরে আরও ৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় বোমা ও গুলিরস্পিন্টারে যুবলীগ নেতা আলমগীর হোসেন গুরুতর আহত হন।এ ব্যাপারেযশোর পুলিশের মুখপাত্র (সহকারী পুলিশ সুপার) রেশমা শারমিন জানান, বোমা ওগুলি বিস্ফোরণ এবং যুবলীগ নেতা আলমগীর হোসেনের গুলিবিদ্ধের ঘটনা আমারাজেনেছি। অভিযান চলছে। কেউ আটক হলে বিস্তারিত জানা যাবে।এদিকেযুবলীগ নেতা আলমগীর হোসেনের হত্যার চেষ্টার ঘটনায় যশোর-৩ (সদর) আসনেরআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথকে অভিযুক্ত করে শহরে বিক্ষোভ মিছিল বের করেযুবলীগ।