যশোরে দলীয় কোন্দলে আহত যুবলীগ নেতার মৃত্যু

 

যশোর অফিস:যশোরে দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের গুলি ও বোমায় আহত সদর উপজেলাযুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের (৩৮) মৃত্যু হয়েছে। হামলার ২৪ দিনপর গতকাল বুধবার বিকেলে ঢাকার অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুহয়। নিহত আলমগীর রাজারহাট এলাকার হাজি আজগর আলীর ছেলে। তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সমর্থক। যশোর কোতোয়ালি মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্টসূত্র জানা যায়, গত ২৫ মে রাতে যশোর সদর উপজেলার রাজারহাট চামড়ার বাজারেসন্ত্রাসী হামলার শিকার হন আলমগীর। রাতেই গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেলকলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা আওয়ামী লীগের সাবেক এমপিখালেদুর রহমান টিটো ও তার ছেলে মাশুক হাসান জয়ের পক্ষের লোকজন বলে রাতেইনির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জবানবন্দিতে উল্লেখ করেন আহত আলমগীর।পরদিন ২৬ মে সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার অ্যাপলো হাসপাতালেস্থানান্তর করা হয়। যুবলীগ নেতা আলমগীরের ওপর হামলার ঘটনায় পুলিশ রামনগরএলাকার আব্দুর রহমানের ছেলে সুজনকে আটক করেছে। আটক সুজন ওই হামলায় জড়িতথাকার কথা স্বীকার করে ১৪ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, পরিকল্পিতভাবে হামলার ঘটনায় ১৭ জন অংশগ্রহণকরেছিলো। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম তার জবানবন্দিরেকর্ড করেন। গতকালবুধবার সন্ধ্যা ৬টার দিকে আলমগীর হোসেন চিকিৎসাধীন অবস্থায়মারা যান।