মোমিনপুরের ট্যাংরামারীতে ট্রেনের নিচেঝাঁপ দিয়ে প্রতিবন্ধীর আত্মহত্যা: দাফন সম্পন্ন

 

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের ট্যাংরামারী গ্রামে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে হাজরাহাটি গ্রামের এক মানসিক প্রতিবন্ধী আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি পুলিশ লাশ উদ্বার করে। গতকাল রাতে লাশের দাফন কাজ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের ট্যাংরামারী গ্রামের ১৪২/০ পিলারের সামনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে চুয়াডাঙ্গা হাজরাহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত আলাউদ্দিনের ছেলে মানসিক প্রতিবন্ধী রুহুল আমিন(২৭) আত্মহত্যা করে। সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সেকেন্দার সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারেট্রেনচালক চুয়াডাঙ্গা রেলস্টেশনে জানান, এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে কাটা পড়েছে।

ট্যাংরামারী গ্রামবাসী জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে এক ব্যক্তি হন্তদন্ত হয়ে সড়কের ওপরে ওঠে। তাকে জিজ্ঞাসা করলে বাড়ি হাজরাহাটি বলে জানায়। দীর্ঘক্ষণ লাশ অজ্ঞাত হিসেবে পড়ে থাকে। সন্ধ্যায় তার পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন। সে মানসিক প্রতিবন্ধী ছিলো বলে মৃতের পারিবারের লোকজন জানান। সে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো বলেও জানান। রুহুল আমিনের বোন জিআরপি ফাঁড়ি পুলিশের কাছ থেকে লাশ গ্রহণ করেন। রাতেই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়েছে বলে জিআরপি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা গেছে।