মোবাইলফোনে উত্ত্যক্ত : পুলিশে নালিশ করায় রাস্তায় মারপিট

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেলগাছির খাইবার আলীকে মারপিট করা হয়েছে। মোবাইলফোনে মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে প্রতিকার চাইতে থানায় যাওয়ার কারণে তাকে বেলগাছিরই গোলামের ছেলে ইমনসহ তার কয়েক সহযোগীকে মারপিট করে।

পুলিশ বলেছে, ইমন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে খাইবার আলীর মেয়ের নিকট মোবাইলফোনে তার স্বামী পরিত্যাক্ত ননদকে চায়। তা দিতে অস্বীকৃতি জানালে হুমকিধামকি দিতে থাকে। ননদকে না দিলে দেখে নেয়া হবে বলে জানায়। বিষয়টি জানার পর খাইবার আলী থানায় নালিশ করে। এ কারণে বেলগাছি আখসেন্টারপাড়ার খাইবারকে হাজি মোড়ে বেদম প্রহর করে। খাইবারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বিষয়টি জানার পর চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ অবিলম্বে ইমন, উত্তমসহ তার সহযোগীদের ধরতে নির্দেশ দিয়েছেন। গতরাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের তেমন কাউকে ধরতে পারেনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিলো।