মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের সাংবাদিক সম্মেলন

মেহেরপুর অফিস: আওয়ামী লীগের বর্তমান মেয়াদে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন। গতকাল শনিবার দুপুরে এমপির নিজ কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতেই তিনি বিগত ৫ বছরের তার উদ্যোগে করা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। ওই সময় তিনি ৩১টি প্রাথমিক বিদ্যালয় ভবন ও কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা ভবন নির্মাণ, পিটিআই ভবন নির্মাণ, ১৩৯টি গ্রামের রাস্তা সংস্কার এবং স্থলবন্দর স্থাপনের বিষয়সহ নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হলেও দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান জ্ঞাপন এবং দলকে সুসংগঠিত করতে নৌকার পক্ষে ভোটের কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। একই সময়ে তিনি গতকাল জেলা আওয়ামী লীগের জরুরিসভার সমালোচনা করে বলেন, তার অনুমতি ছাড়াই সভা আহ্বান করা হয়েছে। কীভাবে সহসভাপতি আলহাজ মো. আসকার আলীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হলো? তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জেলা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করতেই কমিটির অনেক সদস্যকে বাদ দিয়ে এ সভা করা হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম পল্টু, শহর আওয়ামী লীগের সভাপতি আক্কাস আলী, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আওয়ামী লীগ নেতা অ্যাড. কাজি শহিদুল হক, আব্দুল মতিন, শরিফ উদ্দীন মেম্বার, আক্তার হোসেন মেম্বার, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি, সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবালসহ নেতৃবৃন্দ।