মেহেরপুর সদর থানার ওসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

 

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান মামলাটি দায়ের করেন। ঘুষ গ্রহণের অভিযোগে ওসি (তদন্ত) তরিকুল ইসলামের নামে থানায় মামলা দায়েরে আদালতের নির্দেশ অমান্য করায় ওই মামলাটি দায়ের করা হয়।

ওসি (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টির শুনানির দিন ধার্যছিলো গতকাল। কিন্তু মামলা দায়ের না করা এবং তরিকুল ইসলামের পক্ষে আদালতে কেউ হাজির হননি। এতে বিচাক মতিউর রহমান স্বপ্রাণোদিত হয়ে ওসি শেখ আতিয়ার রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, সম্প্রতি এক আসামির জবানবন্দিতে ওসি (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগ ওঠে। আদালত বিষয়টি আমলে নিয়ে তরিকুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের নির্দেশ দেন। একইসাথে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি তদন্তের নির্দেশন দেন।