মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের সব প্রার্থীর মনোনয়ন বৈধ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র সমূহ বৈধ বলে বিবেচিত হয়েছে। গতকাল সোমবার মনোনয়নপত্র বাছাই শেষে মেহেরপুর জেলা নির্বাচন এ তথ্য দেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গত শনিবার চেয়ারম্যান পদে ২টি, ভাইস চেয়ারম্যান পদে ৪টি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২টি মনোনয়নপত্র জমা পড়ে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, নাগরিক সমাজের পক্ষে ১৮ দলীয় জোটের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন মনোনয়নপত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান পদে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, নাগরিক সমাজের পক্ষে ১৮ দলীয় জোটের মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাহবুবুল আলম, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজিজ আহমেদ মতিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেলা বিএনপি মহিলা দলের সভানেত্রী রোমানা আহমেদ রুমা ও আওয়ামী লীগের পক্ষে সামিউল বাশিরা পলি মনোনয়নপত্র জমা দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *