মেহেরপুর মুজিবনগরে আ. লীগ নেতার বাড়িসহ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ

মুজিবনগর প্রতিনিধি/মেহেরপুর অফিস: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মহাজনপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি গোলাম মোস্তফার বাড়ির সামনে ১টি, মহাজনপুর থেকে কোমরপুর আসার রাস্তার শেষ প্রান্তে ১টি এবং প্রধান সড়কের কাছে মুলুক মিয়ার চায়ের দোকানের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটে। দুর্বৃত্তরা ফাঁকাস্থানে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিকট শব্দে বিস্ফোরণ হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোমরপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক মোস্তাজাব আলী স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, ৮/১০ জন দুর্বৃত্ত মুখোশ পরে মুলুক চাঁদের দোকানের দিকে আসে। পরে তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বাড়ির সামনে বিস্ফোরণ বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম মোস্তফা। রাজনৈতিক কারণে গোলাম মোস্তফা দীর্ঘদিন থেকেই সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে অভিযোগ করেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু। এরই ধারাবাহিকতায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে মনে করেন তিনি।