মেহেরপুর পৌরসভার সাবেক কমিশনার চাঁদুর ইন্তেকাল

মেহেরপুর অফিস: মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আলামিনের শ্বশুর মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার গোলাম রসুল চাঁদু গতকাল বুধবার ভোরে মারা গেছেন (ইন্নালিল্লাহে………….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, গোলাম রসুল চাঁদু দীর্ঘদিন ধরে হার্টে রোগে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে ঢাকার আনোয়ারা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নেয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল ৩টায় তার লাশ মেহেরপুর বাড়িতে পৌঁছায়। গোলাম রসুল চাঁদু ছিলেন ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত লে. কর্নেল ডা. আব্দুল ওহাবের শ্বশুর। তার ছোট মেয়ে অ্যাড. হাসিনা নার্গিস ও ছোট জামাই অ্যাড. রোকন উদ্দীন হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন। বিকেল ৫টা ৩০ মিনিটে মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মেহেরপুর জেলা চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়াররুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুলসহ মহুরমের আত্মীয়-স্বজনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার নামাজে জানাজা ও দাফন কাজে অংশ নেন। তার মৃত্যুতে মেহেরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।