মেহেরপুর জেনারেল হাসপাতাল আড়াইশ শয্যায় উন্নীতমে

 

হেরপুর অফিস: মেহেরপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরুণ হতে চলেছে। মেহেরপুর জেলা জেনারেল হাসপাতাল একশ শয্যা থেকে আড়াইশ শয্যায় উন্নীত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল মালেক স্বাক্ষরিত এক ফ্রাক্স বার্তায় এ আনন্দের সংবাদটি আসে। এ সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন পেশার মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়েছে, বর্তমান অবকাঠামোতে ও বিদ্যমান জনবল দ্বারা রাজস্ব খাত হতে ব্যয় নির্বাহ সাপেক্ষে ২৫০ শয্যায় উন্নীত করা হলো।

এ প্রসঙ্গে মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক তাপস কুমার সরকার বলেন, স্বাধীনতার সুথিকাগার এ মেহেরপুরের মানুষের দীর্ঘ দিনের দাবি ছিলো এটি। তারই প্রেক্ষিতে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অনেকে দিন ধরে চেষ্টা করে আসছিলো। ঊর্ধ্বতন মহলে বারবার এ বিষয়ে পত্র প্রেরণ করা হচ্ছিলো। অবশেষ মেহেরপুরবাসীর সে আশা পূরণ হলো। হাসপাতালটি দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভুগছিলো। ২৫০ শয্যায় উন্নীত হওয়ার কারণে এখন এখানে দক্ষ লোকবল নিয়োগ পাবে। ফলে মেহেরপুরবাসী এখন তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *