মেহেরপুর গাংনীর গাড়বাড়িয়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

No Image

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষক ডাবলু মিয়া (৩৫) মারা গেছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। সে গাড়াবাড়িয়া গ্রামের হযতর আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবারিকসূত্রে জানা গেছে, ডাবলু মিয়া মাঠ থেকে মাথায় করে ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন। প্রতিবেশী সাহাব্বত আলীর বাড়ির বৈদ্যুতিক সংযোগ তারের সাথে ডাবলুর হেঁসো (ঘাস কাটায় ব্যবহৃত) বেঁধে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন কৃষক ডাবলু। স্থানীয়সূত্রে আরো জানা গেছে, মাঠ থেকে গ্রামের মধ্যদিয়ে ডাবলুর বাড়িতে পৌঁছানোর রাস্তাটি কাঁচা। বর্ষার কারণে রাস্তাটি হাঁটু কাদায় পরিণত হয়। কাঁদা থেকে বাঁচতে গিয়ে সাহাব্বত আলীর বাড়ির পাশ দিয়ে আসতে গিয়েই এ বিপত্তি ঘটেছে। দীর্ঘদিন ধরে গ্রামবাসী রাস্তাটি পাকা করার দাবি তুললেও তা বাস্তবায়ন হয়নি। এমপি, সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের কাছে গ্রামের মানুষের এ দাবি দীর্ঘদিন থেকেই উপেক্ষিত হচ্ছে বলে জানিয়েছেন গ্রামের অনেকেই। এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে ডাবলুর পরিবারের এখন শুধুই শোকের ছায়া বিরাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *