মেহেরপুর গাংনীর খাসমহলে ভলিবল খেলার বাঁশ কাটা নিয়ে বিরোধ

দু পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া : ককটেল বিস্ফোরণ

 

গাংনী প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর গাংনী উপজেলার সীমান্তবর্তী খাশমহল গ্রামে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটানোসহ ৪টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। ভলিবল খেলার বাঁশ কাটাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভলিবল খেলার কোর্ট ছিলো। সোমবার রাতে কে বা কারা ভলিবল কোর্টের নেট টাঙানো বাঁশ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওই গ্রামের আহম্মেদ আলীকে দোষী করে গ্রামের কিছু লোকজন তার ওপর হামলা চালায়। এতে দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার শুরু হয়। এ সময় সেখানে ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আহম্মদ আলী পক্ষের বিল্লাল হোসেন, দারাফত আলী, আরমান হোসেনের বাড়িসহ চারটি বাড়িতে ভাঙচুর করে। পরে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল আহম্মদ আলীসহ দুজনকে আটক করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *