মেহেরপুর গাংনীর খাসমহলে ভলিবল খেলার বাঁশ কাটা নিয়ে বিরোধ

দু পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া : ককটেল বিস্ফোরণ

 

গাংনী প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর গাংনী উপজেলার সীমান্তবর্তী খাশমহল গ্রামে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটানোসহ ৪টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। ভলিবল খেলার বাঁশ কাটাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভলিবল খেলার কোর্ট ছিলো। সোমবার রাতে কে বা কারা ভলিবল কোর্টের নেট টাঙানো বাঁশ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওই গ্রামের আহম্মেদ আলীকে দোষী করে গ্রামের কিছু লোকজন তার ওপর হামলা চালায়। এতে দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার শুরু হয়। এ সময় সেখানে ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আহম্মদ আলী পক্ষের বিল্লাল হোসেন, দারাফত আলী, আরমান হোসেনের বাড়িসহ চারটি বাড়িতে ভাঙচুর করে। পরে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল আহম্মদ আলীসহ দুজনকে আটক করেন।